কড়া প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে চিঠি দিলো বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে

মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতরে চলে আসা মর্টার শেলের আঘাতে দুই জনের মৃত্যু এবং সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমার অণুবিভাগের মহাপরিচালক মিয়া মোহাম্মদ মাইনুল কবির মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করেন এবং প্রতিবাদপত্র হস্তান্তর করেন।

এ বিষয়ে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল এবং কড়া প্রতিবাদ জানানো হয়েছে। অভ্যন্তরীণ সংঘাতের কারণে আমাদের দেশের অভ্যন্তরে তাদের দেশের মানুষের প্রবেশ এবং সেখান থেকে গোলাবারুদ এসে পড়ার কারণে আমাদের মানুষ আহত নিহত হওয়া– এই পুরো জিনিসটা নিয়েই তাদের প্রতিবাদ জানানো হয়েছে।’

নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

তিনি বলেন, সোমবার এবং মঙ্গলবার সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের বর্ডার গার্ডের ২২৯ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর আরও কেউ এসেছে কিনা আমি জানি না। তবে আসার শঙ্কা আছে।

তাদের ৩০টির মতো মর্টার শেল আমাদের দেশের অভ্যন্তরে এসে পড়েছে এবং দুই জন নিহত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য যখন আমরা কাজ করছি, সেই প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এটি আমরা জানিয়েছি। মিয়ানমার তাদের নাগরিকদের নিয়ে যাবে এই মর্মে আমাদের সঙ্গে আলোচনা করছে। এখন পর্যন্ত তাদের কাছে নৌপথে নিয়ে যাওয়াটা বেশি অগ্রাধিকার পাচ্ছে।ভারত সফরের সময় মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু মিয়ানমার ভারতীয়দের প্রতিবেশী রাষ্ট্র, আমাদেরও প্রতিবেশী রাষ্ট্র – আমরা ইতোপূর্বে ভারতের সহযোগিতা সব সময় চেয়ে এসেছি। মিয়ানমার থেকে যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে। সুতরাং এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই আলোচিত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *