গাজীপুরে পিস্তল ঠেকিয়ে ডিম ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাই

অজ্ঞাতদের আসামী করে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী

ডিম ব্যবসায়ী/ফাইল ছবি/

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দিনে দুপুরে পিস্তল ঠেকিয়ে ডিম ব্যবসায়ী সুলতান মিয়ার ১১ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিন রাতেই অজ্ঞাতদের আসামী করে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রবিবার (২৮ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের লতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া ঘটনার সত্যতা ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন

ডিম ব্যবসায়ী সুলতান মিয়া উপজেলার টোক ইউনিয়নের আমতলী গ্রামের মিজানুর রহমানের ছেলে। বাবার সঙ্গে ব্যবসার দেখাশুনা করেন তিনি। বীর উজলী বাজারে ডিমের আড়ত রয়েছে তাদের।

সুলতান মিয়ার বাবা মিজানুর রহমান বলেন, “ব্যবসায়িক কাজে আমার ছেলে সুলতান মিয়া ও আড়তের ম্যানেজার জুয়েল রানা কাপাসিয়া বাজারের ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ ৪৪ হাজার ৭৬০ টাকা উঠায়। এরপর তারা মোটরসাইকেলে করে আড়তের দিকে আসছিল। লতাপাতা বাজার সংলগ্ন সড়কের ঢালুতে এলে মাস্ক ও হেলমেট পড়া চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় পিস্তল ঠেকিয়ে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”

ডিম ব্যবসায়ী ও আড়ত মালিক মিজানুর রহমানের ছেলে সুলতান মিয়া বলেন, “আমি কথা বলতে পারছি না। তাদের ভয়ে আমি এখনো শঙ্কায় আছি।”

স্থানীয় একাধিক ডিম ব্যবসায়ী ও বিক্রেতা বলেন, “আগেও এ ধরেনের ঘটনা ঘটেছে। এমন ঘটনা ঘটলে আমরা কীভাবে ব্যবসা চালিয়ে যাব?”

লতাপাতা বাজার এলাকার বামনখলা গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জয়নাল আবেদীন বলেন, “ডিম বিক্রেতার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে এমন একটি ঘটনা শুনেছি।”

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, “অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *