সারাদেশ | 9th August, 2024
দশ ঘণ্টা পরও নিয়ন্ত্রণের বাইরে জামালপুর জেলা কারাগারের পরিস্থিতি। তবে রাতের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে জামালপুরে কারাবন্দিরা তাদের থাকার জায়গায় আগুন দিয়ে একটি ফটক ভেঙে ফেলে। তাদের আটকাতে ফাঁকাগুলি ছুড়ে কারারক্ষীরা। পরে শুরু হয় একাধারে গুলি।
এই ঘটনায় রকনুজ্জামান, সাদেক আলী এবং জাহিদুল ইসলাম নামে তিন কারারক্ষী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
/এনকে