ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বরগুনা: জেলার সদর উপজেলায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে কেউ আটক হয়নি।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিষখালি নদীর কাকচিরা, চলাভাংগা, তেতুলবাড়িয়া ও মাঝের চর অঞ্চলে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করেন।
অভিযানে পাঁচটি বেহুন্দী জাল, ১৫টি চরগড়া জাল, ৪০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০টি খুটো জব্দ করা হয়।
জব্দ করা জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল, জেলা দপ্তরের প্রধান সহকারী মো. রুহুল আমীন, হিসাবরক্ষক প্রদীপ মজুমদার, সদর মৎস্য দপ্তরের মাঠ কর্মী মো. রনি।