১০৮০ পরিবারকল্যাণ পরিদর্শিকা নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ঢাকা: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষার পর মনোনয়ন প্রক্রিয়া বাতিলের বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট।

পৃথক দুটি রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম, আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

পরে ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, ১৪ জানুয়ারির বিজ্ঞপ্তি ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন আদালত। ফলে ১ হাজার ৮০ পদে এখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এর আগে ২২ জানুয়ারি এ বিষয়ে আরও একটি রিটে রুল জারি করেন হাইকোর্ট। ওই রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

সেদিন তিনি জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২০২০ সালের ১০ মার্চ প্রকাশিত পরিবারকল্যাণ পরিদর্শিকা (প্রশিক্ষণার্থী) মনোনয়ন বিজ্ঞপ্তির আলোকে আবেদনকারীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি। ১১ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ১৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ১৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তি দিয়ে মনোনয়ন বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আবার নেওয়া হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থীরা হাইকোর্টে রিট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *