প্রধানমন্ত্রীর কার্যালয় (ফাইল ছবি)
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ আবারও সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এদিকে পৃথক আদেশে ড. শহিদ হোসাইন ও ফেরদৌস আহমেদ খান সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। উপসচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন)।গাজী হাফিজুর রহমান আবারও সহকারী একান্ত সচিব-২ এবং ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন অন্দ্রিয় স্কু।
আবু জাফর রাজুকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সনজিত চন্দ্র দাসকে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।