এমপি হলেন ১২ চিকিৎসক

জাতীয় সংসদ। সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন ১২ জন চিকিৎসক। তাদের মধ্যে ১১ জনই জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে। বাকি ১ জন জিতেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

এর আগে গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এরপর সোমবার মধ্যরাতে একে একে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত চিকিৎসকরা হলেন-

১. চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি (আওয়ামী লীগ)।

২. সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ (আওয়ামী লীগ)।

৩. নরসিংদী-২ আসনে ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ (আওয়ামী লীগ)।

৪. কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর (লিপি) (আওয়ামী লীগ)।

৫. সাতক্ষীরা-৩ আসনে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (আওয়ামী লীগ)।

৬. কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (আওয়ামী লীগ)।

৭. বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু (আওয়ামী লীগ)।

৮. যশোর-২ আসনে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন (আওয়ামী লীগ)।

৯. নাটোর-৪ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (আওয়ামী লীগ)।

১০. চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (আওয়ামী লীগ)।

১১. মেহেরপুর-২ আসনে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (আওয়ামী লীগ)।

১২. কুড়িগ্রাম-২ আসনে ডা. হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *