গরিব মানুষের জন্য স্বল্প মূল্যে খাদ্যের সরবরাহ করছে আ.লীগ’

খুলনা প্রতিনিধি

০৬ জুলাই ২০২৪, ১০:২৪

নেছারিয়া প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন এস এম কামাল হোসেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার জনমানুষের সেবায় কাজ করছে। গৃহহীনদের জন্য ঘরের ব্যবস্থা করা হয়েছে। গরিব অসহায় মানুষের জন্য স্বল্প মূল্যে চাল আটা তেল ডালসহ খাদ্যের সরবরাহ করছে। দেশব্যাপী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করেছে। সরকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোরও উন্নয়ন করছে।’

শুক্রবার (৫ জুলাই) বিকাল ৪টায় খুলনার বঙ্গবাসী প্রাথমিক বিদ্যালয়, নেছারিয়া প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।এ সময় খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড কমিশন মাহাফুজুর রহমান লিটন, খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন রহমান শিখা, দিঘলিয়া উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদফতরের ইঞ্জিনিয়ার তারেকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *