নৌকার নির্বাচনী ক্যাম্পে গুলি ও ভাঙচুর

বজ্রযোগিনী এলাকার বটতলা থেকে ২টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃনাল কান্তি দাসের নির্বাচনী ক্যাম্পে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ওই ক্যাম্পের চেয়ার টেবিল-ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে সদর উপজেলার বজ্রযোগিনী বটতলায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এলাকায় বিরাজ করছে উত্তেজনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাঁচি প্রতীকের প্রার্থী ফয়সাল বিপ্লবের ৩৫ থেকে ৪০ জন কর্মী-সমর্থক মোটরসাইকেলে বজ্রযোগিনী বটতলায় আসে। এ সময় একজন পিস্তল বের করে নৌকা প্রতীকের ক্যাম্প ও সমর্থকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিতে কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর এলাকায় ডাকাত বলে মাইকিং করলে হামলাকারী কাঁচি সমর্থক নৌকা সর্মথকদের ওপর চড়াও হয়।

এ সময় স্থানীয় নৌকা সমর্থকরা প্রতিরোধ করে পাল্টা হামলা করলে অয়ন নামে একজন আহত ও বাকিরা পালিয়ে যান। পরে স্বতন্ত্র প্রার্থীর আহত সমর্থক অয়নকে মুন্সিগঞ্জ জেনারলের হাসপাতালে প্রেরণ করা হয়।

নৌকার সমর্থক বাবু মুন্সী অভিযোগ করে বলেন, কাঁচির সমর্থক পৌরসভার কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরের নেতৃত্বে হোন্ডার বহর নিয়ে ক্যাম্পে আসে। আমাকে দেখেই অকথ্য ভাষায় বকা দিয়ে গুলি চালায়। ভাগ্যক্রম গুলি আমার শরীরে লাগেনি৷ পরে এলাকার লোকজন কাঁচির সমর্থকদের প্রতিহত করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিম সুপার থান্দার খাইরুল হাসান জানান, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স নিয়ে পৌঁছাই। বটতলা এলাকায় নৌকার ক্যাম্প থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *