নৌকার বিজয়ের বিকল্প নেই 

চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা।  

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এনায়েত বাজার আওয়ামী লীগের উদ্যোগে এদিন বাটালী রোড, চৈতন্য গলি, জুবলী রোড হয়ে এনায়েত বাজার মোড়ে পর্যন্ত গনসংযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল মনু, শ্রম সম্পাদক কবির আহমদ, অ্যাড.মানিক দে, এস কে আকরাম , নিপু কুমার নাথ, আশীষ  চক্যবর্তী বাচ্চু, রুমা দাশ, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মো. কায়সার উদ্দিন, সেচ্ছাসেবকলীগ নেতা মো. মোরশেদ আলম, এ কে মাসুদ, মো. জাহেদ, কাজল দে, যুবলীগ নেতা মো. ফরিদ, তৌহিদুল ইমলাম মিথুন, শিমুল দাশ, টুটুল দাশ, ছাত্রলীগ নেতা শুভ দাশ,শুভ দত্ত, মো. রুবেল, অন্তর হোড়, রাজু দাশ ,গৌবিন্দ দত্ত,পিয়াল দে, তৌহিদুল ইসলাম, দোলন দাশ প্রমুখ ৷ 

এ সময় অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, স্বাধীনতা, উন্নয়ন ও আপমর জনতার প্রতীক নৌকা ৷ জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে।তিনি আরও বলেন, গরীব-দুঃখী জনগণের মুখে হাসি ফোটানো এবং বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য নৌকার বিজয়ের বিকল্প নেই ৷ আগামী ৭ জানুয়ারি চট্টগ্রাম-৯ আসনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে আহবান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *