নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৯

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট-২ আসনের আক্কেলপুর হাসপাতালের সামনে নৌকার সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌকার সমর্থক ৬ জন ও স্বতন্ত্র প্রার্থীর ৩জনসহ মোট ৯জন আহত হয়েছেন। আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় আক্কেলপুর হাসপাতালের সামনে পথসভা করছিল নৌকা প্রার্থীর সমর্থকরা। সেসময় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরের সমর্থকরা একটি মিছিল নিয়ে সেই পথ অতিক্রম করছিলেন। এসময় দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি, চেয়ার ভাঙচুর ও মারধর পরে সংঘর্ষে রূপ নেয়। এসময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৯ জন আহত হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আর আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *