প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার ভোট অনেক মূল্যবান। এ ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি’
রাজধানীর সিটি কলেজে ভোট দেওয়া পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “আমরা আশাবাদী যে নৌকা বিজয়ী হবে। আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে, আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি তা বাস্তবায়ন করতে পারব। জনগণের ওপর আমার এ বিশ্বাস আছে।”
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সংসদ নির্বাচনের ভোট দেওয়া শেষে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন
ভোটকেন্দ্রে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনার ভোট অনেক মূল্যবান। এ ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি। জেল, জুলুম, অত্যাচার, গ্রেনেড, অনেক কিছু আমাকে মোকাবিলা করতে হয়েছে। আজকে ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি, আজকে সেই ভোটের অধিকার পেয়েছে। সেটা তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে।”
আওয়ামী লীগের সভাপতি বলেন, “নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে, এটাই আমরা চাই।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি একটা সন্ত্রাসী দল। তারা নির্বাচনে বিশ্বাস করে না। কাজেই এরা তো ভোট কারচুপি আর মানুষের ভোট কেড়ে নেওয়া; এটাই তাদের চরিত্র।”
তিনি আরও বলেন, “২০০৮ সালে নির্বাচনে ৩০০ সিটের মধ্যে মাত্র ৩০ সিট পেয়েছিল বিএনপি, আর আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল ২৩৩ সিট। এরপর থেকে বিএনপি নির্বাচনের বিরুদ্ধে।”নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমাকে গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হবে। কিন্তু কার কাছে? একটি সন্ত্রাসী সংগঠনের কাছে? না। আমাকে জবাবদিহি করতে হবে জনগণের কাছে। জনগণ এটি গ্রহণ করবে কি, করবে না, সেটা গুরুত্বপূর্ণ।”