সংসদের বিরোধী দল কারা হবেন- জানতে চাইলে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘বিরোধী দল কারা হওয়া উচিত’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা ২২৩টি আসনে জয় পেয়েছেন/ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল হতে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “স্বতন্ত্র প্রার্থীরা (এমপি) স্বতন্ত্রই আছেন। আর দল যদি বলেন, তাহলে বিরোধী দল জাতীয় পার্টি।”
সোমবার (২২ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা ২২৩টি আসনে জয় পেয়েছেন। এই জয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠন করছে আওয়ামী লীগ। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে, তাদের ৫৯ জনই আওয়ামী লীগের নেতা।
গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি শেষ পর্যন্ত ১১ আসনে জয় পেয়েছে। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি এবং এক সময় বিএনপির জোটে থাকা কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে।
এমন পরিস্থিতিতে সংসদের বিরোধী দল কারা হবেন- জানতে চাইলে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, “বিরোধী দল কারা হওয়া উচিত?” সাংবাদিকরা বলেন, “দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হওয়া উচিত।” এ সময় কাদের বলেন, “তাহলে ধরে নিন তারাই হচ্ছে। আর তাদের দল হচ্ছে জাতীয় পার্টি।”
বিরোধী দলীয় নেতা প্রসঙ্গে তিনি বলেন, “সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দল বলে কোনোকিছু না থাকলেও বিরোধী দলীয় নেতার বিষয়টি রয়েছে। বিরোধী দলের নেতা কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্পিকারের। স্পিকার যাকে বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দেবেন, তিনি সংসদে প্রধান বিরোধী দলের নেতা হবেন।”