বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 

চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের একাংশ

ফিলিপাইনের ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। আয়োজনে অংশ নেয় প্রবাসী বাংলাদেশি ও ফিলিপিনো শিশু-কিশোররা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, ফিলিপাইনের শিশু-কিশোরদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ম্যানিলাস্থ ব্রিলিয়ান্ট জুনিয়র একাডেমি স্কুলের সঙ্গে যৌথ উদ্যোগে দূতাবাস একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজনে স্কুলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং স্কুলের শিক্ষকরা অংশ নেন। পরে রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন এবং উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কাটেন। খুদে ফিলিপিনো শিক্ষার্থীরা বাংলা ছড়া গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

এরপর বিকালে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে একটি পৃথক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত উপস্থিত শিশু-কিশোরদের নিয়ে জাতির পিতা প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর দিবসটি উপলক্ষে ঢাকা থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে তৈরি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *