বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ করতে চায় সৌদি আরব

সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলেন ও ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান

ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন ও বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলেন এ আগ্রহের কথা জানান ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খানকে। রবিবার (২১ জানুয়ারি) মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই তথ্য জানান সৌদি আরবের রাষ্ট্রদূত।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে দুই জন আগামী দিনে দুই দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সুসংহতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া হজের নিবন্ধন পরিস্থিতি, হজযাত্রী পরিবহন, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনের বিষয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়।সৌদি রাষ্ট্রদূত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানকে অভিনন্দন জানান। এসময় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *