বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ তৈরি করবে সৌদি আরব

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান

বাংলাদেশে আইকনিক বা দৃষ্টিনন্দন মসজিদ স্থাপন করতে চায় সৌদি আরব। দেশটির এ প্রস্তাবে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচকভাবে নিয়েছেন এবং তিনি সৌদি সরকারকে সাধুবাদ জানিয়েছেন। ৮টি বিভাগে ৮টি আইকনিক মসজিদ নির্মাণের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকায় একটি বড় মসজিদ নির্মাণের বিষয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সৌদি আরবও এ বিষয়ে সম্মতি জানিয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলানের দ্বিপাক্ষিক সভায় এ বিষয়ে আলোচনা হয়।ধর্মমন্ত্রী ফরিদুল হক খান আইকনিক মসজিদ স্থাপনের বিষয়ে রাষ্ট্রদূতকে বলেন, প্রধানমন্ত্রী শেখ আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকারের আগ্রহের বিষয়টি খুবই ইতিবাচকভাবে নিয়েছেন এবং তিনি তাৎক্ষণিকভাবে গণপূর্ত মন্ত্রণালয়কে ঢাকার পূর্বাচলে প্রয়োজনীয় জায়গা বরাদ্দের আদেশ দিয়েছেন।

ধর্মমন্ত্রী সৌদি সরকারের অর্থায়নে প্রস্তাবিত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপনের বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করেন। ফরিদুল হক খান জানান, ঢাকার বসিলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত জায়গায় এই ইনস্টিটিউট স্থাপনের জন্য স্থান নির্বাচন করা হয়েছে এবং ইতোমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদফতরের মাধ্যমে নকশা তৈরি করা হয়েছে। রাষ্ট্রদূত নকশাটি দেখেন এবং তার পর্যবেক্ষণ তুলে ধরে সেখানে খেলাধুলার জন্য স্পোর্টস সেন্টার রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

সভায় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *