মিছিলে মিছিলে পূর্ণ প্রধানমন্ত্রীর জনসভাস্থল

নারায়ণগঞ্জ: প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থল হাজার হাজার নেতাকর্মীর সমাগমে জনসমুদ্রে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরের আগেই শহরের ইসদাইরে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পূর্ণ হয়ে মিছিলের ঢল ছাড়িয়ে গেছে চাষাঢ়া পর্যন্ত।

এখনও বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে সকাল থেকে নানা সাজে, নৌকা প্রতীক, জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষের মিছিলের ঢল জনসভামুখী হয়।

দুপুর ১২টার মধ্যেই পূর্ণ হয়ে উঠে পুরো সমাবেশস্থল।

এরই মধ্যে জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের ৪ টি আসনের নৌকার প্রার্থী, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দুপুর ১টার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা একে একে মঞ্চে আসতে থাকেন। প্রায় ১৫ বছর পর নেত্রীর সমাবেশকে ঘিরে পুরো নারায়ণগঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ।নেত্রীর বক্তব্য শুনতে তাই নেতাকর্মীদের এমন ঢলে জনসভা পরিণত হয়েছে জনসমুদ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *