কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে ঘর থেকে ডেকে এনে হেড মাঝিসহ দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে উখিয়া বালুখালী ক্যাম্প ১৭-সি ব্লক এবং উখিয়া মধুরছড়া ক্যাম্প-৪ (এক্সটেনশন) এই হত্যার ঘটনা ঘটে।নিহতরা হলেন, মো. আব্দুল্লাহ (২৩) এবং নাদির হোসেন (৩৯)। তারা দুজনই ওই দুই ক্যাম্পের বসবাসকারী ছিলেন। এর মধ্য নাদির হোসেন মধুরছড়া ক্যাম্প-৪ এক্সটেনশনে এফ ব্লকের হেড মাঝি ছিলেন।
হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, ‘কাজের কথা বলে ভোরে বসতঘর হতে ডেকে এনে অজ্ঞাতনামা কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী দুই ক্যাম্পের হেড মাঝিসহ দুই জনকে গুলি করে হত্যা করেছে। হত্যাকারীদের ধরতে আমাদের অভিযান চলছে। পাশাপাশি মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর সঙ্গে কারা জড়িত সেটি খুঁজে বের করা হবে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গেজড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’