শেখ হাসিনাকে অভিনন্দন জানালো আরও দুই দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ও জর্জিয়া। এর আগে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়।   

শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর অনুমতি দিন আমাকে।’তিনি উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সঙ্গে সংহতি, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে শক্তিশালী সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেয়।

মাতামেলা সিরিল রামাফোসা বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে আমি উৎসাহিত হয়েছি। গত আগস্টে ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগে আপনার উপস্থিতির কারণে এটি আরও মজবুত হয়েছে। দক্ষিণ আফ্রিকা দুদেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক দ্বিপাক্ষিক সম্পর্কের সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়া আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে দিন। জর্জিয়া সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।’

তিনি বলেন, ‘আমাদের দুই দেশ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। দুই দেশের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে বর্তমান সম্পর্ক আরও জোরদার হতে থাকবে।’

সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *