সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জার্মানের মিউনিখে অনুষ্ঠিত ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ অংশ নেওয়ার বিষয়ে দেশবাসীকে জানাতে সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
গত ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মিউনিখে যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর। ১৬ থেকে১৮ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন। ১৯ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরে আসেন।