সারা দেশে শান্তিপূর্ণ ভোট : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ভোটের সার্বিক পরিস্থিতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, সব জায়গায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। গতকাল সকাল ৮টার দিকে রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সেনাপ্রধান বলেন, নির্বাচনের পরে সহিংসতার পরিবেশ সৃষ্টি হলে কমিশনের চাওয়া অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে এরই মধ্যে ৯ লাখ ৯ হাজার ৫২৯ জন ভোট গ্রহণকারী কর্মকর্তাকে (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এতে প্রিসাইডিং অফিসার ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ২ লাখ ৮৭ হাজার ৭২২ জন এবং পোলিং অফিসার ৫ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *