সেনবাগে বিএনপির অর্ধশত নেতাকর্মীর আ. লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন বিএনপির অর্ধশত নেতাকর্মী নৌকা মার্কার সমর্থনে আওয়ামী লীগে যোগদান করেছেন।

বুধবার (২০ ডিসেম্বার) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোরশেদ আলম এমপি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের কুতুবের হাটে গণসংযোগের সময় তারা যোগদান করেন।

এ সময় মোরশেদ আলম এমপি তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

আওয়ামী লীগে যোগদানকারীরা হলেন, নবীপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক সালা উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল আহম্মেদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ অর্ধশত নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেন।

নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, স্থানীয় এমপি মোরশেদ আলমের উন্নয়ন কর্মককাণ্ডে অভিভূত হয়ে বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল ও নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্ল্যাহ আল মামুন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *