এবার ডিবি অফিসে মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দলের মধ্যাহ্নভোজ

ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজ সারছেন মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল। ছবি: সংগৃহীত

এবার ডিবি অফিসে মধ্যাহ্নভোজ সারলেন তিন সদস্যের মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ডিবি কার্যালয়ে যায়। পরে তারা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সেখানে মধ্যাহ্নভোজ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

https

এবার ডিবি অফিসে মধ্যাহ্নভোজ সারলেন তিন সদস্যের মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ডিবি কার্যালয়ে যায়। পরে তারা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সেখানে মধ্যাহ্নভোজ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যাল

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যান তারা

পর্যবেক্ষক দলে ছিলেন আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা। সাদা ভাত, মাছ ও মুরগির মাংস দিয়ে মধ্যাহ্নভোজ করেন।

এসময় আইআরআই প্রতিনিধি দল জানতে চায়, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরে গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *