![](https://www.sonalisomoy.info/wp-content/uploads/2024/01/resize-350x300x1x0image-257536-1704032424bdjournal.jpg)
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ন্যাশনাল ডেমেক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দুই নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে বৈঠক করেছে
রোববার (৩১ ডিসেম্বর) বিকেল চারটার দিকে রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে পাঁচজন বৈঠকে উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বৈঠক চলে। বৈঠকে হওয়া আলোচনার বিষয়ে কিছু্ জানাননি বিএনপি নেতারা।
বৈঠকে ড. আব্দুল মঈন খান ছাড়াও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এনডিআই-আইআরআই নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক এবং সমন্বয়কারী মিসেস নাতাশা রথচাইল্ড, উগান্ডা মানবাধিকার কমিশনের কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞ মি. ক্রিস্পিন কাহেরু, দ্য চার্টার সেন্টারের (নির্বাচন এক্সপার্ট মিশন) লিগ্যাল অ্যানালিস্ট মিস মারিয়াম তাবাতাদজে, নির্বাচন পর্যবেক্ষক মি. নেনাদ মারিনোভিচ ও নির্বাচন বিশেষজ্ঞ মি. ইভাইলো পেন্টচেভ।
জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণে আইআরআই ও এনডিআইয়ের মোট ১২ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করবে। এর মধ্যে ডিসেম্বরের মাঝামাঝি পাঁচ সদস্যের এই প্রতিনিধিদলটি ঢাকায় আসে।
এরআগে গত শুক্রবার তারা জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান, সদস্য-কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। সে সময় তারা নির্বাচন ঘিরে সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে গত অক্টোবর থেকে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য নিরসনে সংলাপের আহ্বান জানায় সংস্থা দুটি।