সিইসি কাজী হাবিবুল আউয়াল (ফাইল ফটো)
প্রত্যাশার চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল। এতটা আমি আশা করেনি।
রবিবার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।সিইসি বলেন, ‘আমরা সেটিসফায়েড কী সেটিসফায়েড না সেটা বলছি না। শুধু বলছি, কোনও সহিংসতা হয়নি, এ জন্য আমরা সেটিসফায়েড। আল্লাহর রহমতে একজনও মারা যাননি। আর মারামারির যে সহিংসতা সেটা খুব একটা হয়নি। দ্যাট ইজ আ গুড নিউজ।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে বিরোধিতা ছিল। দ্যাট ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ ভোট পড়েছে, সহিংসতা তেমন হয়নি, মৃত্যু হয়নি এবং যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে— আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এদিক থেকে নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল।’
গ্রহণযোগ্যতার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করে ফলাফলটা জনগণকে অবহিত করা। নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কী হয়নি, এই মর্মে কোনও কর্তব্য নির্বাচন কমিশনের ওপর নেই। এটা পাবলিক বুঝবে গ্রহণযোগ্য হয়েছে কিনা।’এর আগে সিইসি নির্বাচন ভবনের পুলপারে স্থাপিত দ্বাদশ জাতীয় সংসদের ফলাফল ঘোষণা কেন্দ্র ঘুরে দেখেন। নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলমের নেতৃত্বে ফলাফল ঘোষণা মঞ্চ থেকে আসনভিত্তিক ফলাফল ঘোষণা চলমান রয়েছে।