স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রাম: এক দিন যেতে না যেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। সকালে টানেলের ভিতর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান পাশের দেয়ালে ধাক্কা দেয়।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে টানেলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবারও টানেলের আনোয়ারা প্রান্তে দুর্ঘটনা ঘটে।
টানেল কর্তৃপক্ষ জানায়, আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাওয়ার পথে ব্রয়লার মুরগিবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়।
বঙ্গবন্ধু টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, টানেলে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারায়। এতে বড় ধরণের ক্ষতি না হয়নি এবং প্রাণহানির ঘটনাও ঘটেনি।
গত ৩ ও ১০ নভেম্বর টানেলও তার আশেপাশের এলাকায় দুটি দুর্ঘটনা হয়। এতে একজনের প্রাণহানি ঘটে। এর আগে টানেল উদ্বোধনের পরে ২৮ ও ৩০ অক্টোবরও পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।