রিয়াদে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঢাকা: সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যার যার অবস্থান থেকে প্রবাসীদের দেশের জন্য কাজ করতে হবে।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি

রাষ্ট্রদূত বলেন, শহীদের আত্মত্যাগ সার্থক করতে হলে মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর একটি অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গঠন করতে হবে।

আলোচনা সভার শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মে শহীদ বুদ্ধিজীবীদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।  

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীন বাঙালি জাতিকে মেধা-মননহীন করে তুলতে দেশের শ্রেষ্ঠ সন্তান-শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করে নির্মমভাবে হত্যা করে।

আর এই হত্যাযজ্ঞে সরাসরি সহায়তা করেছিল তাদের দোসর এ দেশের রাজাকার, আলবদর, আলশামস নামের কিছু কুলাঙ্গার।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

দূতাবাসের কাউন্সেলর মো. বেলাল হোসেনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) এস এম রাকিবুল্লাহ, মিনিস্টার (ইকোনমিক) মুর্তুজা জুলকার নাঈন নোমানসহ অন্যান্য কর্মকর্তারা।  

সভার শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *