২০ লাখ হজযাত্রীর আবাসন ব্যবস্থার পরিকল্পনা সৌদির

সৌদি আরবের মক্কায় এবারের হজ মৌসুমে বিভিন্ন দেশ থেকে আগত ২০ লাখ মুসল্লির আবাসন ব্যবস্থা করার জন্য পরিকল্পনা করছে দেশটির সরকার।

মক্কার মেয়র কার্যালয়ের মুখপাত্র ওসামা জায়তুনি বলেছেন, ২০ লাখ হজযাত্রীর থাকার জন্য প্রায় ৪ হাজার ভবনের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এসব ভবনে থাকার জন্য ৫ লাখ কক্ষ রয়েছে।

তিনি সৌদি নিউজ টিভি আল এখবারিয়াকে বলেছেন,  আমরা গত বছরের তুলনায় এ বছর হাজযাত্রীদের সংখ্যা বাড়বে আশা করছি।

গত হজ মৌসুমে প্রায় ১৮ লাখ হজযাত্রী হজে যোগ দিয়েছিলেন। যা সরকারি পরিসংখ্যান অনুসারে করোনা মহামারির পর হজের আগের রূপের মতোই।

জায়তুনির মতে, পবিত্র রাজধানী হিসেবে পরিচিত মক্কায় এখন পর্যন্ত হজযাত্রীদের থাকার জন্য ১ হাজার ভবন লাইসেন্স পেয়েছে।

তিনি বলেন, আবেদনের সংখ্যা ক্রমেই বাড়ছে।রজবের শেষ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। আরবি রজব মাস ১০ ফেব্রুয়ারি শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *