৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেলেন হিলির ৪৯ ব্যবসায়ী

বাজার নিয়ন্ত্রণে আবারও ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার

বাজার নিয়ন্ত্রণে আবারও ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরের ৪৯ আমদানিকারক বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ৩৪ হাজার টন আমদানির অনুমতি পেয়েছেন। ইতোমধ্যে এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছেন তারা। আগামী শনিবার বা রবিবার থেকে আমদানি শুরু হবে বলে জানালেন এসব ব্যবসায়ী।

দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে আবারও আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার এমনটি জানালেন হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বুধবার আমিসহ বন্দরের বেশ কয়েকজন আমদানিকারক অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরের অনলাইনে আবেদন করেছিলাম। বৃহস্পতিবার বিকাল ৩টার পর থেকে অনুমতিপত্র (আইপি) দেওয়া শুরু করে দফতর। আমি দুই হাজার টন আমদানির অনুমতি পেয়েছি। বন্দরের যেসব আমদানিকারক আবেদন করেছিলেন, সবাই অনুমোদন পেয়েছেন। আইপি পাওয়ার পর এলসি খুলেছি আমরা। সেইসঙ্গে ভারতীয় রফতানিকারকদের আলু লোড করতে বলেছি। আশা করছি, শনিবার-রবিবার থেকে আমদানি শুরু হবে। আমদানি শুরু হলে আলুর কেজি ২০-২৫ টাকার মধ্যে চলে আসবে।’হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে বুধবার আলু আমদানির সিদ্ধান্ত দিয়েছিল সরকার। ওই দিন থেকেই অনুমতির আবেদন গ্রহণ করা হয়েছে। আজ বিকাল থেকে আইপি দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৪৯ আমদানিকারক ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতোমধ্যেই আমাদের সার্ভারে আইপি আপলোড দিয়েছে সংশ্লিষ্ট দফতর। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। আলু এলে দ্রুত খালাস করে দেওয়া হবে।’প্রসঙ্গত, সরবরাহ কমের অজুহাতে দেশে আলুর দাম বেড়ে গেলে বাজার নিয়ন্ত্রণে গত বছরের ৩০ অক্টোবর সরকার আমদানির অনুমতি দেয়। আমদানির মেয়াদ ছিল গত ৩০ নভেম্বর পর্যন্ত। পরে ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। ১৫ ডিসেম্বর থেকে বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। নতুন করে আমদানি শুরুর খবরে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *