আগুনে জ্বালানি তেল ও মবিল ভর্তি চার শতাধিক ড্রাম, তেলবাহী দুটি ট্রাক এবং দুটি মোটরসাইকেল ভস্মীভূত হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জ্বালানি তেলের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় যমুনা অয়েলের সখীপুরের পরিবেশক শওকত হোসেনের গোডাউনে এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইলের ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া জানান।
আগুনে গোডাউনে থাকা পেট্রোল, ডিজেল, অকটেন ও মবিল ভর্তি চার শতাধিক ড্রাম, তেলবাহী দুটি ট্রাক, দুটি মোটরসাইকেল এবং টিনশেডের ঘরটি ভস্মীভূত হয়েছে।
এতে প্রায় চার কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরখবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম), টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া, সখীপুর থানার ওসি শেখ শাহীনুর রহমান।
ফায়ার সার্ভিসের শফিকুল বলেন, বেলা ১১টার দিকে যমুনা অয়েলের পরিবেশক শওকত হোসেনের গোডাউন থেকে বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সখীপুর, নলুয়া বিএএফ এবং বাসাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা শ্রমিকদের ফেলে দেওয়া সিগারেটে থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।