দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর পৌরশহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে জামাত-বিএনপি সমর্থকরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার (৬ জানুয়ারি) রাতের দিকে বিরামপুর শহরের ঘাটপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
ট্রাকের মালিক নাজমুস সাকি জানান, প্রতিদিনের মতো আজও আমি এখানে গাড়ি রেখেছিলাম। রাত সাড়ে ১০টার দিকে আমাকে জানানো হয়- আমার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আমার অনেক ক্ষতি হয়ে গেল।
বিরামপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, পৌর শহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাকের মালিক অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।