ধান বোঝাই ট্রাকে আগুন কাহারলে

ধানবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: প্রতিনিধি

দিনাজপুর কাহারোলের বীরগঞ্জ-কাহারোল রোডে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পঞ্চগড় থেকে বিরলের উদ্দেশে ট্রাকটি আসার সময় এই ঘটনা

সোমবার কাহারোল থানায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের নামে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত দেড়টার সময় ৪টি মোটরসাইকেল ও ৬-৭ জন হেলমেট পরা দুর্বৃত্তরা ট্রাকটিকে সিগনাল দিয়ে থামায়। পরে পেট্রোলের বোতল ছুড়ে মেরে ট্রামে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের ইঞ্জিন-ব্যাটারি ও ৩০ বস্তা ধান পুড়ে যায়।

ট্রাকটির ড্রাইভার মো. লিটন রেজা ট্রাক থামানোর কারণ জানতে চাইলে দুর্বুত্তরা অকথ্য ভাষায় গালি-গালাজ করে। অবরোধে কেন গাড়ি বের করা হয়েছে- এ কথা বলে ট্রাকটিতে আগুন লাগিয়ে দিয়ে দুর্বুত্তরা পালিয়ে যায়।

ট্রাক চালকের সহকারী ইমরান হোসেন (২৪) বলেন, পঞ্চগড়ের হাড়িভাসা এলাকায় ধান লোড করেছি। সন্ধ্যার কিছু পরে সেখান থেকে রওনা করেছি। রাত আনুমানিক দেড়টায় মোহাম্মপুর প্রাইমারি স্কুলের কাছে হঠাৎ গাড়ির সামনে ৪টি মোটরসাইকেল ব্যারিকেড দেয়। মোট ৬ জন ছিল। প্রথমে গাড়ির গ্লাসে ইট ছোড়ে। পরে ওস্তাদ (লিটন মিয়া-৩৮) গাড়ি থেকে নামলে তাকে ধাক্কাধাক্কি করতে থাকে। এসময় হঠাৎ দেখি গাড়িতে আগুন জ্বলছে। ইঞ্জিন-ব্যাটারি সব জ্বলে গেছে। ৩০-৪০ টার মত ধানের বস্তা পুড়ে গেছে।

চালক লিটন মিয়া জানান, মোট ৬ জন ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। তাকেও ট্রাকে জ্বলতে থাকা আগুনে ফেলে দেয়ার চেষ্টা করেছিল

দৃর্বুত্তরা।

এ বিষয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ট্রাকে আগুন দেয়ার কথা শুনে ঘটনাস্থলে যাই। ততক্ষণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ট্রাকটি এখন পুলিশি হেফাজতে কাহারোল থানায় আছে। এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলমান। পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *