অনপ্যাসিভ’ নামক এমএলএম কোম্পানির প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিএফআইইউ এ সতর্কতা জারি করে।গোয়েন্দা ইউনিটটি বলছে, ইতিপূর্বে বাংলাদেশে বিভিন্ন পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা সংঘটনের মাধ্যমে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনার নজির পরিলক্ষিত হয়েছে। সম্প্রতি অনপেসিভ নামক অনুরূপ একটি এমএলএম প্রতিষ্ঠানের বাংলাদেশে কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে এসেছে।
অনপ্যাসিভ নামক এ পঞ্জি স্কিমে ইতোমধ্যে বাংলাদেশের বিপুলসংখ্যক বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অনপ্যাসিভে লেনদেন একটি অপরাধ।অনপ্যাসিভ বা এ ধরনের প্রতারণামূলক পঞ্জি স্কিমে বিনিয়োগ, লেনদেন, লেনদেনে সহায়তা প্রদান ও প্রচার করে অপরাধ সংঘটন হতে বিরত থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়েছে বিএফআইইউ