ঢাকা: রাজধানীর কলাবাগানে ও মিরপুর এলাকায় দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ ডিসেম্বর) কলাবাগান এলাকায় ঠিকানা পরিবহন, ও মিরপুরে ট্রাস্ট পরিবহনে এ আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাংলানিউজকে জানান, শনিবার রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর কলাবাগান এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে বিএনপি ও জামাত ইসলামের সমর্থকরা
ওই খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
অপরদিকে মিরপুর এলাকায় ট্রাস্ট পরিবহনে আগুন দেয় বিএনপি ও জামাত ইসলামের সমর্থকরাসেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।