খাগড়াছড়িতে চারজনকে গুলি করে হত্যা সোমবার স্থানীয়ভাবে সড়ক অবরোধ

রোববার (১৭ ডিসেম্বর) খাগড়াছড়ির পানছড়িতে সাধারণ ধর্মঘট পালন করা হয়েছে

খাগড়াছড়ি: সংগঠনের চারজনকে গুলি করে হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে সোমবার (১৮ ডিসেম্বর) সড়ক অবরোধ পালন করবে প্রসীত খীসাপন্থি ইউপিডিএফ।

এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে এ কর্মসূচি পালিত হবে।এদিকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৭ ডিসেম্বর) খাগড়াছড়ির পানছড়িতে সাধারণ ধর্মঘট পালন করা হয়েছে। একইসঙ্গে চলছে পানছড়ি বাজার বয়কট।ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা এক বিজ্ঞপ্তিতে সোমবার শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ কর্মসূচি পালনের কথা জানান। একইসঙ্গে অবরোধ চলাকালে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ ও ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত গাড়ি, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলেও জানান।

গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ির লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ চারজনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত বিপুল চাকমার কাকা নিরুপম চাকমা বাদি হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *