গাজীপুরে দুই ভোটকেন্দ্রে ও স্কুলে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

গাজীপুর: গাজীপুরে দুটি ভোটকেন্দ্র ও একটি বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এসব ভোটকেন্দ্র ও বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ভোটকেন্দ্রের কয়েকটি কক্ষ পুড়ে গেছে।

অপর দিকে টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে স্কুলের নয়টি কক্ষ পুড়ে যায়।

টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, রাতে স্কুল থেকে নৈশপ্রহরী আমাকে ফোন কল দিয়ে জানান স্কুলে আগুন লেগেছে।

পরে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এ বিদ্যালয়টিতে ভোটকেন্দ্র ছিল না।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বাংলানিউজকে জানান, আগুনে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক পুড়ে গেছে। এছাড়া টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়টি কক্ষ পুড়ে যায়।

অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে স্কুলের শিক্ষকরা অফিস কক্ষের সামনে গিয়ে দেখেন অফিস কক্ষ পুড়ে গেছে। এছাড়া আগুনে অফিস কক্ষে থাকা সব প্রয়োজনীয় কাগজপত্র এবং অল্প কিছু নতুন বইও পুড়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে সকালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *