রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা এলাকায় পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার পর চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবারের হরতাল সমর্থনে আজ সন্ধ্যায় জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার উদ্যোগে ঝটিকা মিছিল বের হয়। সপুরা এলাকায় পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন রাস্তায় তারা মিছিল বের করেন। একপর্যায়ে তারা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যান। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ককটেলটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় একজন জামায়াত কর্মী আহত আছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।