ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের পাশে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চিকিৎসকসহ দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। তাদের দগ্ধ অল্প হলেও শ্বাসনালী পোড়ার কারণে তারা শঙ্কামুক্ত
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, দগ্ধ তিনজনের মধ্যে একজন চিকিৎসক কৌশিক বিশ্বাস (৩২)।
search
বেনাপোল এক্সপ্রেসে আগুন, শ্বাসনালী পোড়া তিন রোগী শঙ্কামুক্ত নয়: সামন্ত লাল
সিনিয়র করেসপন্ডেন্টআপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
https://apis.google.com/u/0/se/0/_/+1/sharebutton?plusShare=true&usegapi=1&action=share&origin=https%3A%2F%2Fwww.banglanews24.com&url=https%3A%2F%2Fwww.banglanews24.com%2F&gsrc=3p&ic=1&jsh=m%3B%2F_%2Fscs%2Fabc-static%2F_%2Fjs%2Fk%3Dgapi.lb.en.y0xCMa4KeeI.O%2Fd%3D1%2Frs%3DAHpOoo8-3MGCaatZB3kdS5TpZdd-gOSBHg%2Fm%3D__features__#_methods=onPlusOne%2C_ready%2C_close%2C_open%2C_resizeMe%2C_renderstart%2Concircled%2Cdrefresh%2Cerefresh%2Conload&id=I0_1704517634807&_gfid=I0_1704517634807&parent=https%3A%2F%2Fwww.banglanews24.com&pfname=&rpctoken=16651782
ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের পাশে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চিকিৎসকসহ দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। তাদের দগ্ধ অল্প হলেও শ্বাসনালী পোড়ার কারণে তারা শঙ্কামুক্ত নয়।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, দগ্ধ তিনজনের মধ্যে একজন চিকিৎসক কৌশিক বিশ্বাস (৩২)।বাকি দুজন হলেন আসিফ মোহাম্মদ খান (৩০) ও নাজিফ আলম (২২)।
এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের ডা. সামন্ত লাল সেন বলেন, শুনেছি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ আরও এক-দুইজন রোগী হাসপাতালে আসার সম্ভাবনা আছে।দগ্ধ তিনজন রোগীর মধ্যে দুজনকে এইচডিইউতে রাখা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরাএতে চারজন নিহত হয়েছেন।