এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এ সময় হামলাকারীদের ছোড়া অবিস্ফোরিত একটি হাত বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর বোয়ালিয়া থানা এলাকার পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবির।তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করা না হলেও তারা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ওসি হুমায়ুন বলেন, “সন্ধ্যার পর হরতালের সমর্থনে জামায়াত-শিবির নেতাকর্মীরা শহরে ঝটিকা মিছিল বের করেন। খবর পেয়ে সেখানে পুলিশ গেলে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন।
“এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে হাত বোমার বিস্ফোরণ ঘটনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।”
এদিকে একই সময় হরতালের সমর্থনে নগরীর তালাইমারি এবং সাগরপাড়া মসজিদের সামনে ঝটিকা মিছিল বের করে জামায়াত। এ সময় তারা সড়কে আগুন লাগানোর চেষ্টা করা হয়।