রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ ‘আরসা’ সদস্য গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ ‘আরসা’ সদস্য গ্রেপ্তার। ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি-আরসার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার সকালে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আগের রাতে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আরসার সেকেন্ড ইন কমান্ড আবুল হাশিম।

বাকিদের মধ্যে একজন আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী ও আরসা সদস্য বলে র‌্যাব জানালেও তাৎক্ষণিকভাবে তাদের পুরো পরিচয় জানাতে পারে নাই।

কর্নেল সাজ্জাদ বলেন, উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে গোপন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। পরে ওই ক্যাম্পে তল্লাশি চালিয়ে আরসার তিন সদস্যকে গ্রেপ্তার এবং দুটি বিদেশি অস্ত্র, একটি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *