মাগুরায় সড়কের টায়ার জানিয়ে পালিয়ে গেল বিএনপি জামাত ইসলামের সমর্থকরা

মাগুরা: মাগুরা সদর উপজেলার সামনে সড়কে ট্রায়ারে আগুন জ্বালিয়ে পালিয়েছে বিএনপি নেতা-কমীরা।

সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের ডাকা নবম দফায় (রবি-সোমবার) সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে আগুন দেয় শনিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তারা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করছি, হরতাল-অবরোধ সফল করতে তারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *