মাঠে ৩৮৩ স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থীতে এগিয়ে জাপা

ভোটের মাঠে ৩৮৩ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে ২৮টি রাজনৈতিক দলের ১৫১৩ জন প্রার্থী লড়ছেন। সব মিলিয়ে ১৮৯৬ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একক রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির প্রার্থী সবচেয়ে বেশি, ২৬৫ জন। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা ২৬৪। 

রাজনৈতিক দলভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তথ্য প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী ২৬৩ জন। তবে দলটির একজন প্রার্থী উচ্চ আদালতে প্রার্থিতা ফেরত পাওয়ায় সংখ্যাটি দাঁড়িয়েছে ২৬৪ জনে।

অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩৯ জন, ইসলামীঐক্যজোটের ৪২ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ২৯ জন, গণফোরামের ৯ জন, গণফ্রন্টের ২১ জন, জাকের পার্টির ২১ জন, জাতীয় পার্টির (জাপা) ২৬৫ জন, জাতীয় পার্টি-জেপির ১৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৬৪ জন, তৃণমূল বিএনপির ১৩৩ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বিকল্প ধারা বাংলাদেশের ১০ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৭ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৫ জন, বাংলাদেশ কল্যাণ পার্টির ১৬ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ১১ জন, বাংলাদেশ জাতীয় পার্টির ৫ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৪ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৩৮ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৫ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-

বিএনএফের ৪৫ জন, বাংলাদেশ মুসলিম লীগের ৪ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ৭৯ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ৬৩ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৬ জন এবং বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল) ৪ জন। 

ইসির তথ্য অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী সংখ্যা ৩৮২ জন। তবে উচ্চ আদালতে একজন স্বতন্ত্র প্রার্থী তার প্রার্থীতা ফিরে পাওয়ায় সংখ্যাটি দাঁড়িয়েছে ৩৮৩ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *