ক্যাম্পাস | 9th Augus2024
ফাইল ছবি
নেত্রকোণার ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’র নাম বদলে দিয়েছেন শিক্ষার্থীরা। তারা নতুন নাম দিয়েছেন ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয়’।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে এ নামে অস্থায়ী ক্যাম্পাসে ব্যানার টানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা শহরের রাজুরবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারের কাছে নাম পরিবর্তনসহ ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে কর্তৃপক্ষের নির্দেশে বাস্তবায়ন করা হবে।
/এনকে