রাজধানীর আইডিয়াল স্কুলের পাশে যাত্রাবাড়ী-সায়দাবাদ ফ্লাইওভারের নিচে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাসে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট রওনা দেয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি সায়দাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ খবরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি