ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ই জুলাই ২০২৪
ময়মনসিংহ: জেলার গফরগাঁও উপজেলায় সাপের ছোবলে পারুল আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেল ৩টায় উপজেলার টাঙ্গাবর ইউনিয়নের দুবাশিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত পারুল আক্তার দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ কাম প্রহরী মো. জাকির হোসেনের স্ত্রী।
টাঙ্গাবর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, গৃহবধূ পারুল আক্তার বিকেলে গরুর জন্য খড়ের গাদা থেকে খড় আনতে যায়। এসময় খড় টান দিলে তার হাতে ছোবল মারে একটি সাপ।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করলে পথেই পারুল আক্তারের মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, কি সাপ কামড় দিয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি। তবে স্থানীয়রা বলছে গোখরা সাপ তাকে কামড় দিতে পারে।