স্টাফ করেসপন্ডেন্ট
গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটেছে।নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানি
গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।নিহতের পড়নে কালো শার্ট-প্যান্ট ও সুয়েটার এবং সাদা গেঞ্জি রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে।একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়
এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।