লক্ষ্মীপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, ২০২১ সালে ওই শিক্ষার্থীর ১৪ বছর বয়সী বড়বোন ধর্ষণের পর খুন হয়েছিলেন।
বুধবার (১০ জানুয়ারি) সকালে জেলার রামগঞ্জে উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– উপজেলার বাউরখাড়া এলাকার আবদুল হান্নানের ছেলে শাহরিয়ার আলম (২০) ও মোহাম্মদপুর এলাকার আবদুর রহিমের ছেলের রবিন হোসেন (২১)।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, এর আগে, ২০২১ই সালে আমার ১৪ বছরের কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এখন আবার আমার এই শিশু কন্যার ওপর নির্যাতন করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিশুর বাবা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হলে দুই যুবক পাশের সুপারির বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ওই শিক্ষার্থীকে। এসময় শিশুর আর্তচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। রামগঞ্জ থানায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরে পুলিশ আটক দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করার প্রাথমিক সত্যতা মিলেছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে।