ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কয়েকটি এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়,  খুলনা ও বরিশাল বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কয়েকটি এলাকায় বৃষ্টি 

রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

এতে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত অনেক এলাকায় এটি প্রভাব ফেলবে।

বর্তমানে রংপুর বিভাগের পাশাপাশি কিশোরগঞ্জ ও নওগাঁ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগসহ পরিবহন ব্যাহত হচ্ছে। দেশের অন্যান্য অংশে তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় উত্তর-উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *