বিটিএসের প্রেমে ঘরছাড়া ৩ কিশোরী উদ্ধার

উদ্ধার ৩ কিশোরী । ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্যকে বিয়ে করার জন্য একসাথে ঘর ছাড়া সেই ৩ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীরা হলেন- ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিজওয়ানা রিজু, জান্নাতুল আক্তার বর্ষা ও রুবিনা আক্তার মিম।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় তাদেরকে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে সেখান থেকে তাদের খিলগাঁও থানায় নিয়ে এলে সেখানে এ বিষয়ে বিস্তারিত জানান পুলিশের খিলগাঁও জোনের উপকমিশনার হায়াতুল ইসলাম খান।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের টানে ওই কিশোরীরা বাড়ি ছাড়ে বলে জানিয়েছে তাদের পরিবার। পাওয়া গেছে এমন চিঠিও। এ ঘটনায় কিশোরীদের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ধারণা, সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পরে পড়েছে এই তিন কিশোরী।

খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাদেরকে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এতে কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

গত ২৯ জানুয়ারি বাড়ি ছেড়ে যায় রাজধানী মেরাদিয়া এলাকার তিন বান্ধবী। সিসি ক্যামেরায় দেখা যায়, রিকশায় করে যাওয়ার দৃশ্য। এরপর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *