দেশে মৌসুমের সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে
দিনাজপুরে ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে
দীর্ঘ ১১ দিন পর সূর্যের মুখ দেখতে পেলেন উত্তরের জেলা দিনাজপুরের বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে সূর্য দেখা যায়। এদিন সকাল ৬টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দিনাজপুরের স্থানীয় আবহাওয়া অফিস। এটি বাংলাদেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
সকালের সূর্য দেখা যাচ্ছে। ১৮ ১৮ জানুয়ারি ২০২৪
এর আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা কনকনে শীতে দিনাজপুর জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন মহাবিপাকে। গরম কাপড়ের অভাবে তারা কাজে যেতে পারছেন না।
দিনের বেলায়ও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশায় আলু ও ধানের বীজতলা হলুদ হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ঘন কুয়াশা অব্যাহত থাকলে কৃষির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
এদিকে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, এই শৈত্যপ্রবাহ আরো দুই দিন স্থায়ী হতে পারে।